ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রিয়ালের গোলবন্যায় ভেসে গেলো অ্যাপোয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:৩০, ২২ নভেম্বর ২০১৭

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফরাসি তারকা করিম বেনজেমার জোড়া গোলে স্বাগতিক অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ গোলে পরাজিত করেছে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাপোয়েলের মাঠে রিয়ালকে ম্যাচের ২৩ মিনিটে প্রথম লিড এনে দেন লুকা মদ্রিচ। ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা করিম বেনজামা। দুই মিনিট পর দলকে তৃতীয় গোল এনে দেন নাচো ফার্নান্দেজ। বিরতির ঠিক আগ মুহুর্তে ব্যক্তিগত দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন বেনজেমা।

বিরতির পর আরো ‍দুটি গোল করে রিয়াল। দুটি গোল করেন বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৪৯ মিনিটে মার্সেলোর ক্রসে হেডে বল জালে জড়ান পর্তুগিজ এই তারকা। পাঁচ মিনিট পর প্রতিপক্ষের ভুলে নিজের দ্বিতীয় গোল করেন ‘সি আর সেভেন’।

ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে গেলো রিয়াল মাদ্রিদ।

সূত্র : লাইভস্কোর, গোলডটকম

এমআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি