ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ার্নারের বিকল্প ম্যাক্সওয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩৪, ২২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কাছে সেটা একটা ‘যুদ্ধ’। তবে ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টের আগে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ম্যাচ শুরুর আগে সেরে উঠতে না পারলে তার জায়গায় দেখা যাবে হার্ডহিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে।

তবে মহা গুরুত্বপূর্ণ প্রথম টেস্টের আগেই ওয়ার্নার সেরে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। ওয়ার্নার সেরে উঠতে না পারলে ম্যাক্সওয়েলই খেলবেন প্রথম টেস্টে।

ওয়ানডে ও টি-টোয়েটি ফরম্যাটের নিয়মিত সদস্য ম্যাক্সওয়েল টেস্টে অজি দলে এখনো অনিয়মিত। এ বছর ভারত ও বাংলাদেশে টেস্ট খেললেও অস্ট্রেলিয়ার মাটিতে কখনো টেস্ট খেলা হয়নি এই অলরাউন্ডারের।

সূত্র : ক্রিকবাজ

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি