ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুকের ডাবল সেঞ্চুরিতে বড় লিড ইংল্যান্ডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৮ ডিসেম্বর ২০১৭

মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। আর তার এই অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের দিকেই ছুটছে সফরকারীরা।

প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৪৩৫ রান। কুক অপরাজিত আছেন ২১০ রানে। আর তার সাথে রয়েছেন ৩৫ রান করা স্টুয়ার্ট ব্রড।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ৩২৭ রানে। ফলে ইংল্যান্ডের লিড ইতোমধ্যে ১০৮ রান।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি