ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাকিব-তামিমে জয়ের পথে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:১১, ১৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শুরুটা করেছিলেন বোলাররাই। মাত্র ১৭০ রানে জিম্বাবুইয়ানদের গুটিয়ে দিয়ে কাজটা মূলত সহজ করে দিয়েছেন সাকিব-মুস্তাফিজ-রুবেলরা। সাকিব তিন উইকেট ও মুস্তাফিজ-রুবেল প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে টেলরদের গুড়িয়ে দিয়েছেন টাইগার বোলাররা। 

এরপর মাত্র ১৭১ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করছিলেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তবে এনামুল হক ১৯ রানে সিকান্দার রাজার বলে ফিরে গেলেও তামিম ইকবাল, সাকিব আল হাসানকে নিয়ে বড় জয়ের পথে এগোচ্ছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগাররা এক ইউকেটের বিনিময়ে ৭৩ রান তুলতে সমর্থ্য হয়েছে। তামিম ইকবাল ৩৮ বলে ২৫ ও সাকিব-আল হাসান ৩০ বলে ২২ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তার সিদ্ধান্তকে যথার্থই মূল্য দিয়েছেন বোলাররা। স্পিন ও পেস দুই ফরমেটেই দারুণ সাফল্য পেয়েছে টাইগাররা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি