ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হারের স্বাদ পেল বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চলতি মৌসুমে বার্সেলোনাকে হারাতেই পারছিল না কেউ। অবশেষে এস্পানিওলের কাছে হেরে ভুলতে বসা পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরে মাঠ ছেড়েছে ভালভার্দের দল।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচ পর হার দেখলো মেসি-সুয়ারেজরা।

সবশেষ গত বছরের আগস্টে স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল কাতালান দলটি। আরসিডিই স্টেডিয়ামে এদিন আতিথিয়েতা নিতে যায় বার্সা। তবে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলো না দলটির ফুটবলাররা। সেরা তারকা লিওনেল মেসিকেও ছন্দে দেখা যায়নি। প্রথম একাদশে ছিলেন না লুইস সুয়ারেজ।

মেসি অবশ্য কয়েকটি সুযোগ থেকে বঞ্চিত হন। পরে সুয়ারেজকে বদলি হিসেবে নামালে তিনিও সুযোগ তৈরি করে শেষ পর্যন্ত ব্যর্থ হন। বিশেষ করে ম্যাচের ৬২ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করেন মেসি। এস্পানিওলের ডি-বক্সে সার্জিও রবের্টো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক তা থেকে গোল আদায়ে ব্যর্থ হন।

কোপা দেল রের শেষ আটের প্রথম লেগে হারলেও অবশ্য বার্সার সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি। কেননা পরের সপ্তাহেই ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগ খেলবে দুদল। সেখানেই বড় ব্যবধানে জিতে শেষ চারে ওঠার সুযোগ থাকবে। আর এরই সুযোগে ম্যাচের ৮৮ মিনিটে স্বাগতিকদের অস্কার মেলেন্ডো গোল করে চুপ করিয়ে দেন বার্সা শিবিরকে। পরে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ভালভার্ডের শিষ্যরা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি