ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

রাশিয়া বিশ্বকাপের বড় হুমকি পঙ্গপাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৫, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:২১, ২ ফেব্রুয়ারি ২০১৮

চলতি বছরের জুন মাসে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল খেলার সবথেকে বড় আসর ফুটবল বিশ্বকাপ। তবে এ আয়োজনের জন্য এক বড় হুমকি হয়ে দাড়িয়েছে পঙ্গপাল। রাশিয়ার একজন সরকারি কর্মকর্তা সাবধান করে বলেছেন যে,  ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল হামলা চালাতে পারে ফুটবল খেলার ভেন্যুগুলোতে।

রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের প্রধান পিয়োতর চেকমারেভ বলেছেন, এ মুহূর্তে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ১০ লাখ হেক্টর জমিতে পঙ্গপাল উপদ্রুত হয়ে পড়েছে। আর এই এলাকার মধ্যেই রয়েছে ভোল্গোগ্রাদ শহর। এ শহরেই জুন মাসের ১৮ তারিখ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও তিউনিসিয়ার মধ্যেকার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ।

বার্তা সংস্থা বিবিসি’কে ঐ কর্মকর্তা বলেন, “আমরা জানি কীভাবে পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু আশঙ্কা হচ্ছে এ বছর এই পঙ্গপালের জন্য আমাদেরকে আন্তর্জাতিক কেলেঙ্কারিতে পড়তে হতে পারে।"

"সারা বিশ্বের লোকজন এখানে আসবে, ফুটবলের মাঠ হবে সবুজ। আর পঙ্গপাল সবচেয়ে পছন্দ করে সবুজ ঘাস।"

"ফুটবল খেলা হয় বলে যে তারা এখানে হানা দেবেনা, এতটা বুঝদার তারা হয়ত হবে না!”

তবে বিশ্বকাপের সময় পঙ্গপালের আশংকা নিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালের বিশ্বকাপ শুরু হচ্ছে ১৪ই জুন। রাশিয়ার ১১ টি শহরের ১২টি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট হবে।

সূত্র: বিবিসি

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি