ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দুদকের শুভেচ্ছাদূত সাকিব আল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর শুভেচ্ছাদূত হয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার ঢাকায় দুদক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরের  আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দুদকের শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত। আজ থেকে দুর্নীতিমুক্ত দেশ গঠনে নতুনভাবে  পথচলা শুরু হলো। দুর্নীতিমুক্তভাবে দেশের উন্নয়নে আমরা সম্মিলিত ভাবে কাজ করবো।’

সাকিব আল হাসান আরও বলেন, ‘আমার প্রচেষ্টায় একজন মানুষেরও যদি উপকার হয় অথবা একটি দুর্নীতিও যদি প্রতিরোধ করতে পারা যায়, তাহলেই নিজেকে সার্থক মনে করবো।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সমাজের সব শক্তির উৎস হচ্ছে যুবসমাজ। তারা যদি সাকিব আল হাসানের মতো দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন তাহলে কার সাধ্য আছে দুর্নীতি করার?’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য দুর্নীতির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করতে হবে। কতিপয় দুর্নীতিবাজের হাতে আগামী প্রজন্মের সোনালি ভবিষ্যৎ বাঁধা থাকতে পারে না।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল প্রমুখ।

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি