ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরুতেই লিটন-তামিমকে হারালো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৩৫, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নিদাহাস ট্রফির শিরোপার লড়াইয়ের শুরুতেই লিটন ও তামিমকে হারালো বাংলাদেশ। ওয়াশিংটন সুন্দরের বলে সুরেশ রায়নার  হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন লিটন দাস। আউট হওয়ার আগে ৯ বোলে ১১ রান সংগ্রহ করেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। 

এর আগে কলম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ভারত।

আজকের ম্যাচে টসে জেতা দল প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেবে এটা একরকম নিশ্চিতই ছিল। আর তাই কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে সেই নিশ্চয়তাকেই বাস্তবায়ন করল ভারত।

ভারতীয় দলপতি রোহিত শর্মা টস পরবর্তী প্রতিক্রিয়ায় জানান যে, প্রথম ইনিংসে চাপমুক্ত থাকতেই এমন সিদ্ধান্ত তাদের।

অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ভালো শুরু আর বড় সংগ্রহ করতে পারলে ম্যাচ জয় সম্ভব বলে জানান তিনি।

বাংলাদেশ শিবিরে কোন পরিবর্তন না থাকলেও একটি পরিবর্তন আছে ভারতীয় দলে। পেসার মোহাম্মদ সিরাজের বদলে দলে রাখা হয়েছে আরেক পেসার জয়দেব উনাদকাত।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি