ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এরপরও গর্বিত: শিশির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১৯ মার্চ ২০১৮

গতরাতে নিদাহাস ট্রফির ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের কাছে শেষ বলে হেরেছে টাইগাররা। এতে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে সাকিব-মুশফিকদের। তবে ফাইনালে যে লড়াই হয়েছে তাতে খুশি নিযুত টাইগার ভক্ত।
ফাইনাল খড়া ঘুচানোর আক্ষেপ থাকলেও ভালো খেলার জন্য সাকিবদের বাহবা দিচ্ছেন অনেকেই। বাদ যাননি সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরও। হারের পরও তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, `স্টিল প্রাউড`। এরপর সেখানে বহু লাইকের পাশাপাশি একমত পোষণ করে অনেক কমেন্টও পড়েছে। স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে।
বাংলাদেশি এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, হ্যাঁ, আমরা হারেনি। আমরা লড়াই করেছি, কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। বাংলাদেশ টিম অনেক শক্তিশালী টিম। রিয়েল টাইগার। আমরা গর্বিত।
আরেকজন লিখেছেন, অবশ্যই। গর্ব করার মতোই অর্জন। আজ হয়নি, সামনে হবে। হয়তো একসাথে বিশ্বকাপ পাব বলেই এতো পরাজয়!
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি