ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা: সাকিব আল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ২৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:২০, ২৬ মার্চ ২০১৮

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। তাই এই দিবসটিকে শ্রদ্ধা, ভালোবাসা ও গর্বের সাথে উদযাপন করছে গোটা জাতি। অন্যান্যদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররাও তাদের ভালোবাসা প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এ দিবস সম্পর্কে সোশ্যাল সাইটে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আলা হাসান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেন, “সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিপীড়ণের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে তাঁরা নিজের জীবন দান করেছেন। আমরা তাদের প্রতি আজীবন ঋণী। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে যেন কাজ করে যাই সবসময়।”  

উল্লেখ্য যে, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও এ দিবস উপলক্ষে  মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ রিয়াদসহ অনেকেই সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন।

 এমএইচ/এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি