ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কী বিনয়ী মাটির মানুষ রাষ্ট্রপতি: শিশির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:২৫, ২৯ মার্চ ২০১৮

রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে গত মঙ্গলবার বঙ্গভবনে নৈশভোজে যান বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আল হাসান শিশির। এ সময় তাদের সঙ্গে ছিল মেয়ে আলাইনা হাসান অব্রিও।

এরপর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ নিজ অ্যাকাউন্টে সেই নৈশভোজের ছবি পোস্ট করেছেন সাকিব ও শিশির। দু`জনই আতিথেয়তায় মুগ্ধ হয়ে রাষ্ট্রপতিকে প্রশংসায় ভাসিয়েছেন।

ফেসবুকে শিশির লিখেছেন, ‘গত রাতে মাননীয় রাষ্ট্রপতির ভবন বঙ্গভবনে নৈশভোজে। কী বিনয়ী ও মাটির মানুষ তিনি!’

অন্যদিকে, সাকিব আতিথেয়তার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘নৈশভোজে খুবই বিনয়ী মানুষটির সঙ্গে সাক্ষাৎ হওয়াটা ছিল খুবই আনন্দের। আমি সত্যিই সম্মানিত বোধ করছি!!!’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি