ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্টিভেন স্মিথ প্রতারণা করেননি: সৌরভ গাঙ্গুলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের ঘটনায় স্টিভেন স্মিথ ও শেন ওয়ার্নারের পাশে দাঁড়িয়েছেন শোয়েব আক্তার থেকে শুরু করে বিরাট কোহলিও।  এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ । এবার স্মিথদের পাশে পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটের লিজেন্ড সৌরভ গাঙ্গুলিও।

স্মিথের প্রতি সমবেদনা জানিয়ে সৌরভ বলেছেন, ‘শাস্তিটা বেশি হয়ে গেছে । এছাড়া অস্ট্রেলিয়ার অধিনায়ক কোনো ‘প্রতারণা করেননি’। বৃহস্পতিবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘স্টিভ স্মিথের জন্য খারাপ লাগছে । সে একজন অসাধারণ খেলোয়াড় । আশা করি, আবারও ফিরে অস্ট্রেলিয়ার হয়ে রান করবে সে।

তিনি আরও বলেন, ‘আমার মতে এটা প্রতারণা নয়। আসলে আমি এটাকে প্রতারণা বলে মনে করি না’। এর আগে বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়া স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট প্রসঙ্গে সৌরভ বলেছিলেন, ‘স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন।’

কেআই/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি