ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কেনিয়ার ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:২৯, ৬ এপ্রিল ২০১৮

নানা সমস্যার মধ্যে কেনিয়ার ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য খরা আর অচলাবস্থার মধ্যেই এ ঘোষণা দেয়া হয়।

এর আগে অর্থনৈতিক টানাপড়েনে বোর্ডে অচলাবস্থার সৃষ্টি হয়। সাথে যোগ হয়েছে পারফরম্যান্সের দীনতা।

এক সময় বিশ্ব আসরে নিজেদের চেনানো দেশটির ক্রিকেট বোর্ডে এখন বেহাল অবস্থা।

সম্প্রতি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে অবনমন হয় কেনিয়ার।

এরপর একে একে পদত্যাগের মিছিল চলে কেনিয়া ক্রিকেটে। পদত্যাগ করেছেন বোর্ড প্রধান, হেড কোচ ও অধিনায়ক।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি