আফ্রিদির পর কাশ্মীর নিয়ে সরব শোয়েব
প্রকাশিত : ১১:৫৫, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:১৯, ৮ এপ্রিল ২০১৮
গত কয়েকদিন দিন ধরে শাহিদ আফ্রিদি কাশ্মীর বিতর্ককে উস্কে দিয়েছিলেন। সমুচিত জবাবও পেয়েছেন আফ্রিদি। আবারও বিতর্কের জন্ম দিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার।
সাবেক পাক পেসার টুইটারে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘অবশেষে সম্মানীয় আদালত জামিন দিল সলমনকে (সালমান খান)। জীবদ্দশায় একদিন অন্তত এই সংবাদ পেতে চাই, যেদিন কাশ্মীর, ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তান এবং বিশ্বের সমস্ত উপদ্রুত এলাকায় প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মানবতার অপমৃত্যু এবং নিষ্পাপ প্রাণের হত্যা আমার হৃদয়কে রক্তাক্ত করে।’
এই টুইটটি কিছুক্ষণ বাদেই অবশ্য শোয়েব ডিলিট করে দেন। এর পর আরও একটি টুইটে পাকিস্তানের সাবেক পেসার লেখেন, ‘পাক-ভারত সম্পর্কের উন্নতির জন্য সীমান্তের দু’ পারের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে। দু’ দেশের নেতৃত্বের কাছে কঠিন প্রশ্ন তুলে ধরতে হবে, বিগত ৭০ বছরের জমানো কাজ কেন আমরা শেষ করতে পারিনি এখনও? আরও ৭০ বছর কি আমাদের এই ঘৃণার সম্পর্ক নিয়েই বাঁচতে হবে?’’
তথ্যসূত্র: এবেলা।
এসএইচ/