নাগিন ড্যান্স: ফের টাইগারদের ব্যঙ্গ করলেন গাভাস্কার
প্রকাশিত : ২২:১৮, ৮ এপ্রিল ২০১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)উদ্বোধনী ম্যাচে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান বল হাতে নিতেই সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার ব্যঙ্গ করেন।
আইপিএলের প্রথম দিনে মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ানস মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের। মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজের হাতে বল তুলে দিলেও ওই ওভারে প্রতিপক্ষকে ৯ রান দেন কাটার-মাস্টার। বাংলাদেশের বোলিং সেনসেশন বল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ধারাভাষ্যরুমে এ সময় হাসাহাসি করেন গাভাস্কার।
তবে এবারই প্রথম নয়। এর আগে শ্রীলঙ্কার মাটিতেও বাংলাদেশকে ব্যঙ্গ করতে ছাড়েননি গাভাস্কার। ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে ফাইনাল ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও শেষ বল ট্র্যাজেডিতে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। ওই ম্যাচে ধারাভাষ্যরুমে বাংলাদেশের উদযাপনের স্টাইল `নাগিন ড্যান্সের` ভঙ্গি দেখিয়ে বাংলাদেশকে ব্যঙ্গ করেন ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা গাভাস্কার।
অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন সাবেক এই ক্রিকেটার।
প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি মুস্তাফিজের মুম্বাই। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে এবার নতুন উদ্যমে আইপিএল খেলতে যাওয়া চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয় বরণ করতে হয় কাটার-মাস্টারের দলকে।
একে/ এমজে