ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আফগানিস্তান সিরিজ

বেঙ্গালুরু-কলকাতা ভেন্যু পছন্দ বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ১৩ এপ্রিল ২০১৮

আগামী জুনে মাশরাফি-সাকিবদের আফগানিস্তান সিরিজ খেলতে ভারতে যাওয়ার কথা রয়েছে। তবে এ সিরিজের দেরাদুনো ভেন্যু নিয়ে বিসিবির মৃদু আপত্তি রয়েছে। ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে সিরিজটা আয়োজন করতে চাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এদিকে জুনের তৃতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল। তাই এ সফরের পূর্বে প্রস্তুতি হিসেবে আফগানিস্তান সিরিজে আগ্রহে বিসিবি। কিন্তু সিরিজটা দেরাদুনে হলে ভ্রমণে জটিলতা আছে। দিল্লি থেকে ২৫০ কিলোমিটার উত্তরে হিমালয়ের প্রায় কাছাকাছি এ ভেন্যুতে খেলতে হবে বিরুদ্ধ আবহাওয়াতে। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে এমন কন্ডিশনে খেলতে কিছুটা অনাগ্রহী বিসিবি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বিকল্প ভেন্যুর কথা জানানো হয়েছে উল্লেখ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, “আফগানিস্তান সিরিজ ঠিক হয়ে গেছে। তাদের ভেন্যু ঠিক করতে বলেছি। সঙ্গে একটি বিকল্প ভেন্যুও রাখতে বলেছি। বিকল্প হিসেবে বেঙ্গালুরুর কথা বলেছি। এটা হলে ভালো হয়।”

বিসিবি সভাপতি বললেন, “দেরাদুন ঠিক আছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে যাতায়াতে সুবিধা হয়, আমরা এমন ভেন্যুতে খেলতে চাচ্ছি। যদি ইডেন গার্ডেনে হয়, তাহলে আরও ভালো হয়। ”

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি