ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গেইল ঝড়ে জয় পেল প্রীতির পাঞ্জাব  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ২২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিস গেইল ও লুকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে ইডেন গার্ডেনে নাইট রাইডার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এ ম্যাচে প্রীতি জিনতার দল ৯ উইকেটে জয় পেয়েছে।

এদিন ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও ভারতীয় রাহুল। মাত্র ২৭ বলে ৬০ রান করেন রাহুল। আর ক্রিস গেইল করেন অপরাজিত ৬২ (৩৮ বল) রান।

এর আগে দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দন অশ্বিন। ব্যাটিংয়ে নেমে কলকাতার ইডেন গার্ডেনে ক্রিস গেইলদের ১৯২ রানের টার্গেট দেয় নাইট রাইডার্স। ওপেনার ক্রিস লিনের ৭৪ রান ও অধিনায়ক দিনেশ কার্তিকের ৪৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে স্বাগতিকরা। আর কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সরণ ও টাই ২টি, এবং মুজিবুর রহমান ও অশ্বিন ১টি করে উইকেট নিয়েছেন।  

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮.২ ওভারে ৯৬ রান তুলে নেই পাঞ্জাব। তারপর বৃষ্টির বাগড়ায় ডার্কওয়ার্থ লুইস পদ্ধতি ১১.১ ওভারে ১২৬ রান করে জয় তুলে নেয় অশ্বিনবাহিনী।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি