ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মালদ্বীপকে হারাতে পারলেই সেমিতে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:২০, ২৪ এপ্রিল ২০১৮

বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে সোমবার দ্বিতীয় ম্যাচে অংশ নিবে বাংলাদেশ। এর আগে গত শনিবার প্রথম ম্যাচে নেপালকে ৩-১ সেটে উড়িয়ে শুভ সূচনা করেছে আসরের বর্তামন চ্যাম্পিয়নরা। যে কারণে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলেই শেষ চারে জায়গা পেয়ে যাবে লাল সবুজের ধ্বজাধারীরা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৫টায় দু’দলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত হবে স্বাগতিকদের।
কালকের ওই ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবতে চাইছেনা স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে কোচ আলীপোর আরজির শিষ্যদের। ম্যচটিকে সামনে রেখে গতকাল হালকা অনুশীলন করেছেন হরষিতরা। মূলত রিকোভারি অনুশীলন ছিল এটি।
অনুশীলনের পর স্বাগতিক অধিনায়ক হরষিত বিশ্বাস বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। গতবারের আসরে এই মালদ্বীপকে আমরা হারিয়েছিলাম ৩-০ সেটে। এবারও আমাদের লক্ষ্য তাদের কোনো সুযোগ না দিয়ে ম্যাচ জেতা।’
নেপালের চেয়ে মালদ্বীপ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, ‘তবে বড় টুর্নামেন্টে অনেক কিছুই হতে পারে। তাই আমরা কোনো দলকেই হাল্কাভাবে নিচ্ছি না। কোচের নির্দেশনা মেনে খেলতে পারলে ম্যাচ জেতা সম্ভব। আর এটা করতে পারলে গ্রুপ সেরাও হতে পারব। ফেডারেশন কর্তারাও আমাদের নানাভাবে উজ্জীবিত করছেন। নেপালকে হারানোর পর দলের প্রত্যেকে ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছি। এই উৎসাহ, অনুপ্রেরণা আমাদের মালদ্বীপের বিপক্ষে ভালো খেলতে সহায়তা করবে।’
গত আসরের বাংলাদেশের অন্যতম ভরসার প্রতীক ছিলেন হাই অ্যাটাকার সাঈদ আল জাবীর রাজেশ। ফাইনালে পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। একই সঙ্গে দলের অধিনায়কও ছিলেন। এই আসরে অবশ্য অসুস্থতার কারণে তিনি খেলতে পারছেন না। তার জায়গায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ কায়সার হামিদ। মালদ্বীপ ম্যাচ প্রসঙ্গে কায়সার বলেন,‘জাবীর নিঃসেন্দেহে আমাদের দলের সেরা খেলোয়াড়। অসুস্থতার কারণে তিনি খেলতে পারছেন না। এবার আমাকে তার জায়গায় নেয়া হয়েছে। গতবারও আমি দলে ছিলাম। তবে স্ট্যান্ড বাই হিসেবে। এবার মূল দলের হয়ে নেপালের বিপক্ষে ম্যাচে খেলেছি। দল আমার কাছে যেটা চাইছে সেটা পুরোপুরি দেয়ার চেষ্টা করছি। আশা করি মালদ্বীপের বিপক্ষে ম্যাচেও কোচের প্রত্যাশা পূরণ করতে পারব।’
এদিকে গতকাল মুখোমুখি হয়েছিল বি-গ্রুপে থাকা মধ্য এশিয়ার দু’দেশ কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান। কিরগিজস্তান গত আসরের ফাইনালিস্ট। ফাইনালে বাংলাদেশের কাছে হেরে রানার্স আপ হয়েছিল। সেই রানার্স আপ দলই গতকাল হার দিয়ে শুরু করেছে টুর্নামেন্টে। তুর্কমেনিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে দলটি। তুর্কমেনিস্তান টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল এবং এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের সাবেক চ্যাম্পিয়নও। যদিও গত আসরে অংশ নেয়নি এই দলটি। দিনের আরেক ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছে নেপাল।
আজকের খেলা
উজবেকিস্তান বনাম তুর্কমেনিস্তান
বাংলাদেশ বনাম মালদ্বীপ
(শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বেলা ৩টা ও বিকেল ৫টা)

সূত্র : বাসস

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি