ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিতর্কে এবার ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার রেশ কাটতে না কাটতে এবার নতুন করে বিতর্কে জড়ালেন যুজবেন্দ্র চাহাল। তারকা এ স্পিনারের বিরুদ্ধে অভিযোগ, কন্নড় এক অভিনেত্রীর সঙ্গে নাকি তিনি চুটিয়ে প্রেম করছেন। এমনকি তারা নাকি গোপনে বিয়েও করেছেন! সোশাল মিডিয়ায় তাদের প্রেম-বিয়ে নিয়ে নাকি বেশ উত্তাপ ছড়াচ্ছে। টাইমস নাউয়ের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তানিশকা কাপুর নামের ওই অভিনেত্রীর সঙ্গে তার কোন ধরণের সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন স্যোশাল  মিডিয়ায় সক্রিয় থাকা হরিয়ানার স্পিনার চাহাল। সোমবারই বিরাটের দলের ২৭ বছর বয়সী স্পিনার টুইটারে বিয়ে নিয়ে মুখ খুললেন। 

টুইটে তিনি লেখেন, আমি বলতে চাই, আমার জীবনে এখন এমন কিছুই ঘটছে না। আমি বিয়ে করছি না। আমি এবং তানিশকা দু`জনেই খুব ভালো বন্ধু। আমার অনুরোধ, দয়া করে গুজব ছড়াবেন না। আমি আশা করব, সবাই আমার ব্যাক্তিগত বিষয়টি বুঝবেন। আমার বিয়ে নিয়ে পোস্ট করা বন্ধ করুন। কিছু পোস্ট করার আগে তা যাচাই করে নিন।   

জাতীয় দলের এই ক্রিকেটার আইপিএলে’ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন।

আরকে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি