ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

যুব অলিম্পিকের টিকেটটা পেতে হলে ভারতের বিপক্ষে জিতে ফাইনালে যেত হতো বাংলাদেশকে। তবে তা আর হল কই? থাইল্যান্ডের মাঠে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছে ভারত।

যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বে সেমিফাইনালের লড়াইয়ে ৯-২ গোল ব্যবধানে হেরে লাল-সবুজের দলের ওঠা হলো না ফাইনালে। সেই সাথে বাংলাদেশ যুব হকি দলের অলিম্পিকে উঠার স্বপ্ন-সাদ চূর্ণ হয়ে গেল।

ব্যাংককে ম্যাচের প্রথম দুই অর্ধে মোটামুটি  লড়াই চলছিল দুই দলের। প্রথম দুই পর্ব শেষ তিন গোল করলেও প্রতি আক্রমণে ভারতকেও কাঁপিয়ে দিচ্ছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষার্ধে ছয় গোল হজম করে বাংলাদেশ।

বিপরীতে দুই গোল শোধ করলেও শেষমেশ ৯-২ স্কোরলাইন নিয়ে পরাজিত দলে থেকেই মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুই গোলই আসে সোহানুর রহমান সবুজের কাছ থেকে।

গ্রুপ পর্বে সিঙ্গাপুর, কম্বোডিয়া আর চাইনিজ তাইপেকে পরাজিত করেছিল বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে ড্র করে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিতে ওঠে বাংলাদেশ।

ফাইনালে ওঠা দুই দল পাবে আর্জেন্টিনায় মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা যুব অলিম্পিকের টিকিট। চলতি বছরের অক্টোবরে বুয়েন্স আয়ার্সে শুরু হবে যুব অলিম্পিক।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি