ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাজিলের ফুটবল প্রধান আজীবন নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ২৮ এপ্রিল ২০১৮

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরোকে সব ধরনের ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

কোপা আমেরিকা, কোপা লেবারটেডরস এবং ব্রাজিল কাপ টুর্নামেন্টে ঘুষ নেওয়ার দায়ে তাকে নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে দেল নেরোকে ১ মিলিয়ন ডলার জরিমানাও করেছে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি একটা সময় ফিফার নির্বাহী কমিটির সদস্য থাকা দেল নেরোর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠার পর তদন্তে তার বিরুদ্ধে উঠা ঘুষ গ্রহণ ও দুর্নীতির প্রমাণও মিলেছে। বিভিন্ন উপহার সামগ্রী প্রদান এবং গ্রহণেরও অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

তবে ৭৭ বছর বয়সী ওই ফুটবলপ্রধানের আইনজীবীর দাবি, দেল নেরোর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। তিনি ফিফার আপিল কমিটিতে এই শাস্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারবেন বলে জানান আইনজীবী।

সূত্র: স্কাইস্পর্টস

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি