ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আজও একাদশে ঠাঁই পেলেন না মোস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ১ মে ২০১৮ | আপডেট: ২১:২০, ১ মে ২০১৮

আজকের ম্যাচের একাদশেও ঠাঁই হল না মোস্তাফিজুর রহমানের। গত ম্যাচে তাকে ছাড়াই জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশি এ পেসারকে তাই আজকের ম্যাচেও দলে জায়গা দেয়নি রোহিত শর্মার দল।

কব্জিতে চোটের কারণে মুম্বাই একাদশে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার এভিন লুইসের। তার বদলে আরেক ক্যারিবীয়ান কাইরন পোলার্ড একাদশে এসেছেন।

ব্যাঙ্গালুরু একাদশে আজও নেই এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া এই ব্যাটসম্যান অবশ্য বাদ পড়েননি। ভাইরাস জ্বরে ভুগছেন। মুরুগান অশ্বিনের জায়গায় এসেছেন ওয়াশিংটন সুন্দর। বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে  টসে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।

৭ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার ছয় নাম্বারে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সমান ম্যাচে সমান জয় পেলেও  রানরেটে  পিছিয়ে থাকায় মুম্বাইয়ের পরই সাত নাম্বারে অবস্থান রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। ফলে আজ যে দল জিতবে, তারাই এগিয়ে যাবে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি