ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিল্ডিংয়ে সাকিবের হায়দারাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

টসে হেরে আগে ফিল্ডিংয়ে সাকিব আল হাসানের হায়দরাবাদ। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলসের তরুণ অধিনায়ক স্রেয়াশ আয়ার। আজ দিল্লির সামনে মিশনে টিকে থাকার লড়াই, অন্যদিকে ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে হায়দারাবাদ।

হায়দারাবাদের ঘরের মাঠে খেলতে এসে নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে দিল্লি। কিউই ওপেনার কলিন মুনরোর বদলে অজি অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানকে নিয়েছে তারা। এছাড়া স্পিনার শাহবাজ নাদিমের জায়গায় উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান নামান ওঝাকে প্রথমবারের মতো সুযোগ দিয়েছে দিল্লি।

অন্যদিকে হায়দরাবাদে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমার। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন পেসার বাসিল থাম্পি।

হায়দরাবাদ একাদশ: অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, স্বন্দীপ শর্মা এবং সিদ্ধার্থ কাউল।

দিল্লি একাদশ: পৃথ্বি শ, নোমান ওঝা, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, ড্যান ক্রিশ্চিয়ান, লিয়াম প্লাংকেট, অমিত মিশ্র, আভেশ খান এবং ট্রেন্ট বোল্ট।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি