ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রেয়াস ঘূর্ণিতেই কোহলিদের বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১৯ মে ২০১৮ | আপডেট: ২০:৫৩, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

খাদের কিনারা থেকে টানা তিন ম্যাচ জিতে উঠে এসেছিলো উপরের দিকে। টপটপ করে একেএকে পেছনে ফেলে আসছিলো সম্ভাব্য কোয়ালিফাইং দলগুলোকে। তবে খাদের কিনারে এসে আর শেষ রক্ষা হলো না রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরোর। রাজস্থান রয়ালসের লেগ স্পিনার শ্রেয়াস গোপালের ঘূর্ণিতে দলটির কাছে ৩০ রানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হচ্ছে কোহলি এন্ড কোংকে।

আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৪ রান তুলেছিল রাজস্থান। তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই অধিনায়ক কোহলিকে (৪) হারায় বেঙ্গালুরু। দ্বিতীয় উইকেটে পার্থিব প্যাটেল-এবি ডি ভিলিয়ার্সের ৫৫ রানের জুটি জয়ের স্বপ্ন দেখিয়েছে বেঙ্গালুরুকে। কিন্তু রাজস্থানের লেগ স্পিনার শ্রেয়াস সেই স্বপ্নকে পরিণত করেন দুঃস্বপ্নে। বেঙ্গালুরুর টপ অর্ডারে পরবর্তী চার ব্যাটসম্যানকে একাই তুলে নেন শ্রেয়াস। পার্থিব প্যাটেল, মঈন আলী ও মন্দ্বীপ সিংকে তুলে নেওয়ার সঙ্গে বিপজ্জনক হয়ে ওঠা ডি ভিলিয়ার্সকেও ফেরান ২৪ বছর বয়সী বিস্ময়ী এই বোলার । তাঁর দারুণ এক গুগলিতে স্টাম্পিংয়ের শিকার হন ডি ভিলিয়ার্স (৫৩)।

শ্রেয়াস এদিনে ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন। এতে এবারের আইপিএলে এক ম্যাচে যুগ্মভাবে সেরা বোলিং ফিগার হয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। মাত্র ১৬৫ রানের মামুলি টার্গেটও চ্যালেঞ্জিং করে তুলেছিল শ্রেয়াস ও ইশ সোধি। শেষ পর্যন্ত ১৯ ওভার ২ বলে ১৩৪ রানে থামে কোহলিদের ইনিংস। ডি ভিলিয়ার্স আশা জাগালেও এদিন আর দলকে জেতাতে পারেননি। এতে দলও বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি