ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেলারুশে যোগদান করেই ট্রফির দেখা পেলেন ম্যারাডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

বেলারুশে যোগদান করেই ট্রফির দেখা পেলেন দিয়েগো ম্যারাডোনা। গত সপ্তাহে বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আর্জেন্টাইন কিংবদ্বন্তী। শনিবার বেলারুশ কাপ ফাইনালে তার দল ডায়নামো ব্রেস্ট ৩-২ গোলে বাতে বরিসভকে পরাজিত করে শিরোপা জয় করে।
তিন বছরের জন্য ক্লাবের চেয়ারম্যান হিসেবে ম্যারাডোনার চুক্তির পর এ ফাইনালে দুইবার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয়ী হয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয়বার শিরোপা জয় করে ডায়নামো ব্রেস্ট।
ম্যাচের ১৩ মিনিটে সার্বিয়ান মিডফিল্ডার মিরকো ইভানিচের গোলে বরিসভ এগিয়ে যাওয়ার পর ইউক্রেন স্ট্রাইকার আরটেম মিলেভস্কি ৩৪ মিনিটে গোল করে ব্রেস্টকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল করে আবারো বরিসভকে এগিয়ে দেন ইভানিচ। তবে খেলা শেষ হওয়ার ১৪ মিনিট আগে ডায়নামোর ঘানাইয়ান ফরোয়ার্ড জোয়েল ফামেইয়েহ গোল করে ম্যাচে সমতা আনে। তবে ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে বেলারুশের আন্তর্জাতিক তারকা পাভেল নেখাইচিক দলের হয়ে জয়সুচক গোলটি করেন।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত ক্লাবটিতে ট্রান্সফার ও স্ট্রাটেজিক ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করবেন ৫৭ বছর বয়সী ম্যারাডোনা।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি