ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

তামিমের ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ৫ জুন ২০১৮ | আপডেট: ২১:৩১, ৫ জুন ২০১৮

আফগানিস্তানের বিপক্ষে দুই মারকুটে ব্যাটসম্যানের পতন হলো পাওয়ার প্লে শেষ না হতেই। লিটন দাসের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাব্বির রহমান। পরে আশা জাগিয়ে মুশফিকুর রহিমও আউট হয়ে যান। তবে তামিম ইকবালের ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১১ ওভারে ২ বলে বাংলাদেশের সংগ্রহ ৮৭ রান।

দেরাদুরে মঙ্গলবার সিরিজে ফিরতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। দলে দুটি পরিবর্তন এসেছে। সৌম্য সরকার ও আবু হায়দার রনির জায়গা হয়েছে আবু জায়েদ রাহী ও আবুল হাসানের বদলে।

প্রথম ম্যাচে ৪৫ রানে হারার পর বাংলাদেশ মঙ্গলবার ধীর শুরু করে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, নাজমুল ইসলাম ও আবু হায়দার রনি।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান ঘানি, আসগর স্তানিকজাই (অধিনায়ক), শফিকউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত ও শাপুর জাদরান।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি