ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবার ভারতকে হারাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ৬ জুন ২০১৮

মালয়েশিয়ায় চলমান এশিয়া কাপ টি-টোয়েন্টি কাপে ধারাবাহিতক জয় তুলে নিচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

পাকিস্তানের বিপক্ষে জয়ের পরপরই এবার ভারতকে হারাল তারা। আজ বুধবার ভারতকে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ মেয়রা।

ব্যাটে-বলে দুর্দান্ত খেলা রুমানা আহমেদ ২১ রানে ৩ উইকেট নেওয়ার পর ৩৪ বলে করেছেন অপরাজিত ৪২ রান। আর ফারজানা হক অপরাজিত ছিলেন ৫২ রানে।

চতুর্থ উইকেটে ফারজানা-রুমানা অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি গড়েন। এর ফলে ভারতের দেওয়া ১৪২ রানের লক্ষ্য অনায়াসে টপকে যায় বাংলাদেশ।

ম্যাচটি ২ বল বাকি থাকতে জিতলেও শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচে বাংলাদেশে পয়েন্ট হলো ৪ পয়েন্ট।

টিআর/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি