ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাইজেরিয়াকে ২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১৭ জুন ২০১৮

নাইজেরিয়াকে ২ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো ক্রোয়েশিয়া।

আগের তিন আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ক্রোয়েশিয়া। রাশিয়ার কালিনিনগ্রাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ক্রোয়েটদের বিপক্ষে দাপটের সাথে খেলতে থাকে আফ্রিকান ঈগলরা। তবে, ৩২ মিনিটে নিজেদের ভুলে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। নাইজেরিয়ান ফরোয়ার্ড অঘেনেকারো এতেবোর পায়ে লেগে বল জড়ায় নিজেদের জালে। ম্যাচের ৭২ মিনিটে কর্নারের সময় বক্সের মধ্যেই মানজুকিচকে উইলিয়ামস ট্রস্ট পিছন থেকে জড়িয়ে ধরে রাখলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটা কাজে লাগাতে কোনো ভুলই করেননি লুকা মডরিচ। এই জয়ে আর্জেন্টিনাকে পিছনে ফেলে গ্রপের শীর্ষে এখন ক্রোয়েশিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি