ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

আজ তিউনিসিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১৮ জুন ২০১৮

বিশ্বকাপের জি গ্রুপে আজ দিনের অন্য ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ভলগোগ্রাদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। আফ্রিকান প্রতিনিধি তিউনিসিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবে ইংলিশরা জয় ভিন্ন কিছুই ভাবছে না। তবে, মাঠের লড়াইয়ে ছাড় দিতে রাজি নয় তিউনিসিয়া।

বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচিত ইংল্যান্ডের বড় অর্জন নিজ দেশে ৬৬’র বিশ্বকাপ শিরোপা জয়। নিজ দেশে আয়োজিত টুর্নামেন্টের সে সাফল্য নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। বিশ্বকাপ জয়ের পর তাদের বড় অর্জন ৯০’র বিশ্বকাপের শেষ চারে ওঠা। এরপর নামের প্রতি সুবিচার করতে পারেনি ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দ্বিতীয় পর্ব পর্যন্ত উঠতে পারলেও গত আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এবার অবশ্য বড় সাফল্যের লক্ষ্য গ্যারেথ সাউথগেইটের শিষ্যদের। ফরোয়ার্ড হ্যারিকেইন, আর মিডফিল্ডার ডেলে আলীদের নিয়ে গড়া তরুন দল নিয়ে নতুন ইতিহাস গড়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ইংল্যান্ড।

এদিকে, আফ্রিকান দল তিউনিসিয়া বিশ্বকাপে এর আগে চারবার অংশ নিলেও কখনো গ্রুপ পর্বের বাঁধা ডিঙ্গাতে পারেনি। এছাড়া গত দুই আসরে মূল পর্বেই জায়গা করতে ব্যার্থ হয়েছে দলটি। এবারে অবশ্য নতুন রেকর্ড গড়ার লক্ষ্য কোচ নাবিল মা-লুলের শিষ্যদের। দলে বিশ্বমানের খেলোয়াড় না থাকলেও চমক দেখাতে চায় ইউসেফ ইয়াদের-মাসকিনিরা।

এর আগে দুই দলের দুই মোকাবেলায় একটি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। অন্য ম্যাচটি ড্র হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি