ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নেইমার পড়ে গেলেই ব্রাজিলিয়ানদের লাভ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৭ জুন ২০১৮

নেইমার পড়ে গেলে বা আছাড় খেলে ব্রাজিলের রিও ডি জেনিরোর মানুষের লাভ হবে।

কেননা ব্রাজিলিয়ান তারকা যতবার মাটিতে লুটিয়ে পড়বেন, ততবারই তারা বিনে পয়সায় পান করতে পারবেন বিয়ার!

উত্তর রিওর একটি পানশালা আজ সার্বিয়া ম্যাচের জন্য এমনই একটা ঘোষণা দিয়েছে।

এবারের রাশিয়া বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে বারবার মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। তবে কয়েকবার ইচ্ছা করে পড়ে গিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন।

সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি করেছে ব্রাজিল-কোস্টারিকার ম্যাচটি। ওই ম্যাচে ডি-বক্সে কোস্টারিকার ডিফেন্ডার গঞ্জালেজ তাকে ভালোভাবে স্পর্শও করেননি, অথচ ব্রাজিল তারকা নেইমার এমনভাবে পড়ে গেলেন, যেন তাকে ইচ্ছা করে ফেলে দেওয়া হয়েছে।

কিন্তু রেফারি সাদা চোখে এই অভিনয় ধরতে পারেননি।হল্যান্ডের রেফারি বিয়র্ন কাউপার্স পেনাল্টির বাঁশি বাজান। তবে কোস্টারিকার খেলোয়াড়দের তীব্র প্রতিবাদে ভিএআরের সহায়তা নেন তিনি।

ভিএআরের সহায়তায় বাতিল করে দেন পেনাল্টি। তবে ওই ম্যাচে গোল করার মাধ্যমে তা কাটিয়ে উঠেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফাউলের শিকার হয়েছিলেন ১০ বার। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে চারবার। নিজে চারবার ফাউল করেছেন। হলুদ কার্ডও দেখেছেন রেফারির সঙ্গে ঝগড়া করে।

/এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি