ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শতক বাংলাদেশের, অর্ধশতক তামিমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ২৮ জুলাই ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে স্বাগতিক ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় রান সংগ্রহের দিকে এগোচ্ছে সফরকারী বাংলাদেশ। এতে অর্ধশতকের দেখা পেয়েছেন ওপেনার তামিম ইকবাল।

ওপেনিং এ ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক। দলীয় ৩৫ রানে ব্যক্তিগত ১০ রান (৩১ বল) করে এনামুল সাজঘরে ফিরলেও ক্রিজে থিতু হয়ে যান তামিম। ওয়ান ডাউনে নামা সাকিব আল হাসানকে নিয়ে এগিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।

এরই মধ্যে ৬৭ বলে ৫১ রান করে ক্যারিয়ারে আরও একটি অর্ধশতকের দেখা পান এই টাইগার ব্যাটসম্যান। এ নিয়ে ক্যারিয়ারে ৪৩ তম এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে তৃতীয় অর্ধশতক পেলেন তামিম।

অন্যদিকে সাকিবের সাথে এখন পর্যন্ত অপরাজিত ৭১ রানের পার্টনারশিপের ওপর ভর করে দলীয় ১০০ রানের স্কোর অতিক্রম করে বাংলাদেশ। ২২ তম ওভারের প্রথম বলে সাকিবের ব্যাট থেকে আসে শততম রানটি।

বর্তমানে সাকিব ৩২ রানে (৩৫) আর তামিম ৫৮ রানে (৭৩) অপরাজিত আছেন।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি