ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টি-টোয়েন্টিতেও জয় চায় টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৩০ জুলাই ২০১৮

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জয় দেখতে চান টাইগাররা। জয়ের সেই অধিনায়ক মাশরাফি শোনালেন এমন কথা।

মাশরাফি বলেন, ক্রিকেট মনস্তাত্ত্বিক গেম। প্রথম ওয়ানডে থেকে ছেলেরা নিজেদের মেলে ধরেছে। দ্বিতীয় ওয়ানডেতে হারলেও ম্যাচের অধিকাংশ সময় আমরা ভালো খেলেছি। এ সিরিজে চোখ ধাঁধানো পারফরম করেছেন সিনিয়ররা। সামনে ভালো করতে হলে জুনিয়রদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই বোলাররা ভালো করেছে। এখন আত্মবিশ্বাসের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে হবে আমাদের। এ ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্তিশালী দল। তবে ছেলেরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে এ সেন্ট কিটসেই। আগামী ১ আগস্ট সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৫ ও ৮ আগস্ট। এ নিয়ে প্রথমবারের মতো মার্কিন দেশটিতে খেলতে যাচ্ছে টাইগাররা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি