ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আইসিসি ক্রিকেট রাংকিংয়ে শীর্ষে বিরাট কোহলি

প্রকাশিত : ১৬:৩১, ৫ আগস্ট ২০১৮

ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। আইসিসি ক্রিকেট রাংকিংয়ে শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি।

শচীন টেন্ডুলকারের পর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসির তালিকায় শীর্ষে পৌঁছালেন বিরাট। স্টিভ স্মিথকে সরিয়ে শীর্ষ স্থান দখল করলেন এই ক্রিকেট তারকা।

রবিবার প্রকাশিত হয় আইসিসির শীর্ষ তালিকা। তাতে দেখা যায় শীর্ষে রয়েছেন বিরাট। এজবাস্টন টেস্টে ২ ইনিংসেই তার অবদান উল্লেখ করার মত।

তবে দলকে জেতাতে পারেননি তিনি। ব্যক্তিগত সেই কৃতিত্বের পর দিনই সবাইকে ছাড়িয়ে শীর্ষে চলে গেলেন ভারতীয় দলের অধিনায়ক।

২০১৫ সালের ডিসেম্বর থেকে আইসিসি ক্রিকেট রাংকিংয়ের শীর্ষে ছিলেন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। এদিন তাকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন বিরাট। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি