সিরিজ সেরা সাকিব আল হাসান
প্রকাশিত : ১১:০৯, ৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:১৭, ৬ আগস্ট ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সোমবার শেষ ম্যাচে ১৯ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশের টাইগার বাহিনী। একই ফরম্যাটে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল এক গৌরবই বটে।
এমন এক সিরিজ জয়ে অসাধারণ অবদান রাখলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে একজন সাকিব আল হাসান।
দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স প্রদর্শন করার জন্য ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন এই বাংলাদেশের অধিনায়ক। ৩ ম্যাচে ১০৩ রান করেন তিনি। সর্বোচ্চ ৬০ রান। উইকেট নিয়েছেন ৩টি। সাথে খেলার মাঠে অসাধারণ নেতৃত্বও দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানান, আমরা অনেক কঠিন ম্যাচে হেরেছি। কিন্তু এখন এসব ম্যাচে কীভাবে জিততে হয় আমরা জানি। আমি আমাদের খেলোয়াড়দের নিয়ে গর্বিত। যারা দলে ছিল না তারাও কঠিন পরিশ্রম করেছে।
সাকিব বলেন, মনেই হয়নি দেশের বাইরে খেলেছি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে প্রবাসী বাংলাদেশিরা খেলা দেখতে এসেছেন। খেলা শেষ, তাদের এখন গন্তব্যে যেতে কষ্ট স্বীকার করে অনেকদূর যেতে হবে। তাদের এই সমর্থন ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ।
টিআর/