ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হজে যাচ্ছেন সাকিব আল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ১১ আগস্ট ২০১৮

পবিত্র হজ ব্রত পালনের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এই উপলক্ষে মক্কা নগরীতে যাত্রা করছেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার।

হজ পালনের বিষয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব লিখেছেন,এই পবিত্র জিলহজ মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্‌র নৈকট্য লাভের আশায় আল্লাহ্‌র ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি।

তিনি বলেন, আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা আপনাদের সবার মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবো। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।

এর আগে গত বছরের ডিসেম্বরে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন সাকিব। সেখানে তার সঙ্গী হয়েছিলেন শাহরিয়ার নাফীস।

 

 কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি