ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়ান গেমস হকি

আজ মুখোমুখি বাংলাদেশ-ওমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:৪০, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়ান গেমসে বাংলাদেশের খেলাগুলো শুরু হয়ে গেছে। মহিলা কাবাডি, পুরুষ কাবাডি, শুটিং, কুস্তি, সাঁতারে অপ্রত্যাশিত কিছু ঘটেনি। সব জায়গায় যথারীতি হারের খবর। এদিকে হকিতে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। হকিতে মূল প্রতিদ্বন্দ্বী ওমান। কারণ এখন ওমান বাংলাদেশকে হারিয়ে দেয়। ভয় আছে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৩টায়।

মহিলা কাবাডিতে গতকাল বাংলাদেশ হেরেছে চায়নিজ তাইপের কাছে। বাংলাদেশ হেরেছে ৪৩-২৮ পয়েন্টে। ২০১০ সালে গুয়াংজু এবং ২০১৪ সালে কোরিয়ার ইনচন এশিয়ান গেমসের গত দুটি আসরে মহিলা কাবাডিতে বাংলাদেশ ব্রোঞ্জ পদক ঘরে তুলেছিল। জাকার্তা এশিয়ান গেমস কাবাডিতে এবার সেটি থাকবে কি না বলা যাচ্ছে না। তবে প্রথম খেলায় হেরে পদকের আশা প্রায় শেষই বলা যায়। যাদের সঙ্গে আগে খেলার অভিজ্ঞা নেই অথচ তাদের বিপক্ষে বাংলাদেশ আশা করেছিল জিতবেই। সেই আশার গুড়ে বালি পড়েছে। কোচ আব্দুল জলিল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা ভাবতেই পারেননি তাইপের কাছে হেরে যাবেন। নারী কাবাডিতে রুপার পদক জয়ী ইরানের বিপক্ষে আজ এবং আগামীকাল কোরিয়ার বিপক্ষে। বাংলাদেশের কোনো আশা নেই। সকালে মেয়েদের হারের পর দুপুরে পুরুষরা হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে। ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ৫০-২১ পয়েন্টে। ইনচন এশিয়ান গেমেস ৩১-১৫ পয়েন্টে হরেছিল। এশিয়ান গেমেস বাংলাদেশের ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা। কুস্তিতে পুরুষ লড়াইয়ে দুই হেরে বিদায় নিয়েছেন আমজাদ ও শরত্ চন্দ্র।
কাবাডি শুটিংয়েও বাংলাদেশের সম্ভাবনার কথা বলা হয়েছে গেমসে যাওয়ার আগে। জাকার্তার পালেমবাং জেএসসি শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে অংশ নিয়ে ২২ দেশের মধ্যে ১৩তম স্থান পেয়েছে বাংলাদেশ। স্কোর করেছে ৮১৪.৯। এ ইভেন্টে অংশ নিয়েছিলেন অর্ণব শারার ও সৈয়দা আতকিয়া হাসান। অর্ণব শারার করেছেন ৪০৯.৯ স্কোর আর সৈয়দা আতকিয়া হাসান স্কোর করেছেন ৪০৫.০।
১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত লড়াইয়ে ২১ দেশের মধ্যে ১৯তম হয়েছেন বাংলাদেশের শুটার নূর হাসান আলিফ ও আরদিনা ফেরদৌস। নূর হাসান আলিফের স্কোর ৩৬৫ ও আরদিনা ফেরদৌসের ৩৬৯।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি