মেসি-রোনাল্ডো দ্বৈরথ শেষ হয়েছে: বার্সা কোচ
প্রকাশিত : ২২:৩৮, ২৩ আগস্ট ২০১৮
লিওনেল মেসির সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর দ্বৈরথ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন বার্সেলোনার কোচ আর্নেস্ট ভেলভাডে। রিয়াল মাদ্রিদ ও লা লিগা থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিদায় নেওয়ায় এই দ্বৈরথ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
এল ক্লাসিকোতে রোনাল্ডো মেসিকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতো। আর তাদের এই দ্বৈরথ শুরু হয় মূলত রিয়াল-বার্সা দ্বৈরথ থেকেই। প্রতি বছর ব্যালন ডি অরের জন্য দুই জনই ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে তাদের দুইজনকে পেছনে ফেলে ২০০৭ সালে কাকা সেই পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন।
‘চ্যাম্পিয়ন লিগে বার্সা-জুভেন্টাস মুখোমুখি না হলে রোনাল্ডো-মেসির মধ্যে মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। যেহেতু তারা ভিন্ন ভিন্ন ক্লাবে খেলছে, সেহেতু তাদের এই যুদ্ধ শেষ হয়েছে,’ যোগ করেন তিনি।
এমজে/