ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শিশু ভক্তকে জড়িয়ে ধরে জার্সি উপহার দিলেন নেইমার! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ২ সেপ্টেম্বর ২০১৮

এক শিশু ভক্তকে জড়িয়ে ধরে নিজের জার্সি উপহার দিলেন নেইমার। জড়িয়ে ধরা এবং জার্সি উপহার দেওয়ার ওই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

শনিবার রাতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও নিমেসের মধ্যকার খেলার পর এই ঘটনা ঘটে। তাদের মধ্যকার ওই খেলায় ৪-২ গোলে জয় পেয়েছে (পিএসজি)।    

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে একটি করে গোল করেছেন দলটিতে খেলা সব বড় বড় নামগুলো। নেইমার, অ্যাঞ্জেলো ডি মারিয়া, কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি প্রতিপক্ষের জালে বল জড়ান।

ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে দর্শক সারির পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন নেইমার। এসময় এক ক্ষুদে ভক্ত মাঠে নেমে যায়। দৌড় দিয়ে নেইমারকে জড়িয়ে ধরে ওই শিশুটি। সেসময় ওই ক্ষুদে ভক্তকে আলিঙ্গন করেন নেইমার।

এসময় প্রিয়া মানুষটিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন শিশুটি। পরে নেইমার নিজের জার্সিটি খুলে শিশুটিকে দিয়ে দেন।  

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি