ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপের পরই চূড়ান্ত হয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের। তবে কখন প্রীতি ম্যাচটি কখন অনুষ্ঠিথ হবে, তা নিশ্চিত ছিল না। অবশেষে শুক্রবার জানা গেল ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’ ম্যাচের দিনক্ষণ। আগামী ১৬ অক্টোর সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হবে দুই দল। শুক্রবার নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে এই ঘোষণা দিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

অক্টোবরের ১৬ তারিখ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে ১২ তারিখ স্বাগতিক সৌদি আরবের বিপক্ষেও একটি ম্যাচ খেলবে ব্রাজিল। এসব প্রীতি ম্যাচে ব্রাজিলের নেতৃত্বে থাকবেন নেইমার। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নেইমারের স্থায়ীভাবে ব্রাজিলের অধিনায়কত্ব তুলে দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি