ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুটি পেনাল্টি মিস করেও জয়ের নায়ক সালাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এক ম্যাচে দুটি পেনাল্টি মিস। তারপরও তিনিই জয়ের নায়ক। শনিবার নাইজারের বিপক্ষে আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বের ম্যাচে দুটি পেনাল্টি মিস করেন মোহামেদ সালাহ। কিন্তু দারুণভাবেই পেনাল্টি মিসের দায় তিনি মোচন করেলেন। নিজে তো জোড়া গোল করলেনই তার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। এক কথায় ম্যাচটি ছিল সালাহময়। নাইজারকে ৬-গোলে উড়িয়ে দিয়েছে মিসর।

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায়ের পর থেকেই ইমেজস্বত্ব নিয়ে মিসর ফুটবল ফেডারেশনের সঙ্গে বিরোধ চলছে তার। কিন্তু সেই বিতর্কের কোনো ছাপ পড়েনি সালাহর পারফরম্যান্সে। ঘরের মাঠে দুঃসহ শুরুর পরও দিনশেষে সালাহই নায়ক। বিশাল জয়ে মিসরের নতুন কোচ হিসেবে হাভিয়ের আগুইরের শুরুটা হল স্বপ্নের মতো।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের পর দেশের হয়ে এই প্রথম মাঠে নামলেন সালাহ। গত মৌসুমে লিভারপুলের হয়ে ৪৪ গোল করা মিসরীয় ফরোয়ার্ড বিশ্বকাপেও দুই গোল করেছিলেন তিনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি