ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

এশিয়া কাপে বাংলাদেশি ক্রিকেটারদের পরিসংখ্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১০, ১৫ সেপ্টেম্বর ২০১৮

রাত পোহালেই এশিয়াকাপ ক্রিকেটের ১৪তম আসরের পর্দা উঠছে। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি এবার শিরোপা অর্জনের লক্ষ্যেই দুবাই পৌঁছেছেন। গেল দুই আসরে ফাইনালিস্ট হয়েও খালি হাতে ফিরতে হয়েছে টাইগার ক্রিকেটারদের। তবে এবার শিরোপা নিয়েই ফিরুক মাশরাফি-সাকিবরা, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। গেল কয়েকটি আসর মাতিয়েছেন, এমন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়েই আমাদের আজকের আয়োজন।

ব্যাটিং
রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচ

১. তামিম ইকবাল: ১২ ম্যাচে ৫১৭ রান, ফিফটি ৬টি, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৭০।

২. মুশফিকুর রহিম: ১৬ ম্যাচে ৩৯৭ রান, ফিফটি ১টি, সেঞ্চুরি ১টি, সর্বোচ্চ ১১৭ রান।

৩. আতহার আলি খান: ১১ ম্যাচে ৩৬৮ রান, ফিফটি ২টি, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৮২।

৪. সাকিব আল হাসান: ৯ ম্যাচে ৩৫৩ রান, ফিফটি ৩টি, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৬৮।

৫. আকরাম খান: ১৩ ম্যাচে ২৪৫ রান, ফিফটি ২টি, সর্বোচ্চ ৬৪।


বোলিং
উইকেট শিকারির তালিকায় শীর্ষ পাঁচ

১. আব্দুর রাজ্জাক: ১৮ ম্যাচে ২২ উইকেট, ইনিংসে সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।

২. মাশরাফি বিন মর্তুজা: ১৩ ম্যাচে ১২ উইকেট, ইনিংসে সেরা বোলিং ৩৭ রানে ২ উইকেট।

৩. সাকিব আল হাসান: ৯ ম্যাচে ১২ উইকেট, ইনিংসে সেরা বোলিং ৩৯ রানে উইকেট।

৪. শাহাদাৎ হোসেন: ৯ ম্যাচে ১০ উইকেট, ইনিংসে সেরা বোলিং ৫৩ রানে ৩ উইকেট।

৫. মোহাম্মদ রফিক: ৮ ম্যাচে ৮ উইকেট, ইনিংসে সেরা বোলিং ২১ রানে ২ দুই উইকেট।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি