ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাকিবকে নিয়ে গুঞ্জন: ক্ষুব্ধ শিশির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসানের দেশে ফেরা নিয়ে যে গুঞ্জন প্রচারিত হয়েছে, তাতে বেজায় চটেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহম্মদ শিশির। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শিশির লিখেন, `হলুদ সাংবাদিকতা অনেক ভালো। কোন কিছু না জেনে একটি স্টোরি তৈরী করা যায় এবং এতে করে অনেক বেশি ভিউয়ার পাওয়া যায়। এবং বিশেষ করে সেটা সাকিবের ক্ষেত্রে হলে অনেক বেশি ভালো হয়। আমার মেয়ে এশিয়া কাপ ক্রিকেটের অনেক আগে থেকেই অসুস্থ। আমরা ঢাকায় ফিরে যাচ্ছি না এটা সত্যি। আমাদের মনেও এমনটা নেই।’

‘সাকিব ইনজুরি নিয়ে খেলছে এবং তার পাশে তার পরিবারের থাকা প্রয়োজন। তার পরিবারও দেশের জন্য অনেক কিছু ত্যাগ করছে। তারপরও দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমের এমন খবরে অবাক হই। সবকিছুর পরও আমি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে,’ যোগ করেন তিনি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি