ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউনাইটেডের জয়, সিটির হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব অলিম্পিক লিওর কাছে ঘরের মাঠে ২-১ গোলে হারল পেপ গার্দিওলার দল। সিটি হারলেও চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে ইয়াং বয়েজের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল হোসে মোরিনহোর দল।

বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচের ২৬তম মিনিটে ম্যাক্সওয়েল করনেটের গোলে এগিয়ে যায় অলিম্পিক লিও। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেকির। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ম্যান সিটি। ৬৭তম মিনিটে লেরয় সানের পাস থেকে প্লেসিং শটে গোল করেন বের্নার্দো সিলভা। ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকা ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরে গেল।

সিটি হারলেও চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল ইউনাইটেড। ‘এইচ’ গ্রুপের ম্যাচে পল পোগবার জোড়া গোলে ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারাল ম্যান ইউ। ইয়াং বয়েজের মাঠে ৩৫তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন পল পোগবা। ৪৪তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা। আর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে অ্যান্তোনিও মার্শিয়ালের গোলে স্কোরলাইন ৩-০ হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি