ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রোনালদোর কান্না: ইন্সটাগ্রামে ক্ষোভ ঝাড়লেন বোন আভেইরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২০ সেপ্টেম্বর ২০১৮

জুভির জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকটা সুখকর হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। অভিষেক ম্যাচেই লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন পর্তুগিজ তারকা। বুধবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধেই ঘটে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভাইয়ের এমন অঝোরে কান্না সহ্য করতে পারছেন না রোনালদোর বোন কাতিয়া আভেইরো।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ‘এইচ’ গ্রুপে জুভেন্টাস-ভ্যালেন্সিয়া ম্যাচে নিজের ১৫৪তম ম্যাচে মাঠে নেমেছিলেন রোনালদো। আর জুভেন্তাসের হয়ে টুর্নামেন্টে এদিন ছিল তার প্রথম ম্যাচ। এ দিন ম্যাচের ২৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার জেসন মুরিলো রোনালদোর কাছাকাছি থাকার সময় পড়ে যান। খালি চোখে দেখে মনে হয় রোনালদো তাকে ফেলে দেন। এ সময় রোনালদো মুরিলোর চুলে হাত দিলে ঘটনা লালকার্ড পর্যন্ত গড়ায়। কিন্তু পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ভ্যালেন্সিয়ার ওই ডিফেন্ডার অভিনয় করেছেন। কিন্তু ভিএআর প্রযুক্তি না থাকায় বেঁচে যান ওই ডিফেন্ডার। তা না হলে হয়তো উল্টো তিনিই লালকার্ড পেয়ে যেতেন। আর লাল কার্ড দেখে কান্না ভেজা চোখে মাঠ ছাড়েন রোনালদো। মাঠ ছাড়ার পরও সাইডলাইনে গিয়ে নিজেকে সামলাতে পারছিলেন না ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

নিজের ভাইয়ের সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারছেন না বোন আভেইরো। ক্ষোভ ঝেড়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে। লিখেছেন, ‘এটা ফুটবলের জন্য লজ্জার, ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে। তারা আমার ভাইকে ধ্বংস করতে চায়, কিন্তু ঈশ্বর কখনও ঘুমান না। তারা এই অশ্রুর মূল্য দেবে। তারা তোমাকে ডুবাতে চায়, কিন্তু তারা সফল হবে না।`

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি