ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের আরও তিন ক্রিকেটারের এশিয়া কাপ শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন ভারতের তিন ক্রিকেটার। তারা হলেন- হার্দিক পাণ্ডিয়া, অক্সার প্যাটেল ও শার্দুল ঠাকুর। পাকিস্তানের বিপক্ষে বড় জয় পাওয়া ম্যাচে চোটে পড়েন তারা।

ইনজুরিতে আক্রান্ত হয়ে ভারতীয় দলের হার্দিক পান্ডিয়াস দেশে ফিরছেন, সেটা আগেই শুনা গিয়েছিল। ভারতের টিম ম্যানেজমেন্টের বরাত দিয়ে আইসিসির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত।

পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় মাংস পেশিতে টান পড়ায় মাঠে লুটিয়ে পড়েন পান্ডিয়া। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পান্ডিয়ার পরিবর্তে দলে খেলবেন দীপক চাহার। আর অক্সার প্যাটেল ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান। তার পরিবর্তে দলে স্থান পেয়েছেন রবীন্দ্র জাদেজা। গত এক বছর ধরে তিনি ওয়ানডে খেলছেন না।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি