ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মাশরাফি-মীরাজে ভারতকে ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ২১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:২৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে, টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা ও স্পিনার মেহেদী হাসান মীরাজের ব্যাটিং পারফরমেন্সে অবশেষে ভারতকে ১৭৪ রানের টার্গেট দিল টিম বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার দিনে, মিডল অর্ডারও এদিন চরম ব্যর্থ।

এদিকে শেষদিকে মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজের ৬৬ রানের জুটির উপর ভর করে দেড়শ’র কোটা পেরোয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মেহেদী মীরাজ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। মুর্তজা ৩২ বলে তোলেন ২৬ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশি ব্যাটসম্যানেরা। টপ অর্ডারদের ব্যাটসম্যনরা আজও ব্যর্থ। আগের দিন আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রানে অলআউট হওয়ার ম্যাচের মতো এবারও ব্যর্থ লিটন দাস, শান্ত, মিটুনরা। বরাবরের মতো লিটন দাস আজও ব্যর্থ। দলীয় ১৫ রানে লিটন ফিরে যাওয়ার স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করতেই বিদায় নেয় নাজমুল হোসেইন শান্ত। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় সাকিব। কিন্তু তিনিও বিদায় নেন দলীয় ৪২ রানে।

স্কোরবোর্ডে ১০০ রান যোগ করতেই সাত উইকেট হারায় টিম বাংলাদেশ। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের বিপক্ষেও লোয়ার স্কোরিং রানের লজ্জায় ডোবার শঙ্কায় ভুগছে টাইগাররা। তবে শেষ পর্যন্ত মুর্তজা আর মীরাজের সৌজন্যে সর্বনিম্ন রানের লজ্জা থেকে মুক্তি পায় বাংলাদেশ। এর কিছুক্ষণ পর দলীয় ৬০ রানে বিদায় নেন মোহাম্মদ মিথুন। মিথুনের বিদায়ের পরপরই বিদায় নেন মুশফিকুর রহিম। এরপর মাহমুদ উল্লাহর ব্যাটে ভর করে স্বপ্ন দেখে বাংলাদেশ। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহও বিদায় নেন দলীয় ১০১ রানে। পরের ওভারেই বিদায় নেন আরেক ব্যাটসম্যান মুসাদ্দেক হোসেন।

ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নিয়েছেন।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি