ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধাওয়ানকে ফেরালেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে অর্ধশত রান তুলে ফেলেছিল টিম ইন্ডিয়া। এরপরই বিপজ্জনক হয়ে উঠা শিখর ধাওয়ানকে ফেরালেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ধাওয়ান ৪৭ বলে ৪০ রান করেন।

জয়ের জন্য ১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনিং ব্যাটসম্যানেরাই দলকে বড় সংগ্রহ এনে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রোহিত শর্মাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৭ ওভার ২ বলে ৭৬ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা ও স্পিনার মীরাজের ব্যাটিং নৈপূন্যে ভারতীয়দের ১৭৪ রানের টার্গেট দিতে সক্ষম হয় বাংলাদেশ।

রোহিত শর্মা ৩০ রান ও আম্বাতি রাইডু ৬ রানে ব্যাটিং করছেন। জেতার জন্য দরকার আর মাত্র ৯৮ রান।

এমজে/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি