ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

স্টাইরিসের সর্বকালের সেরা এশিয়ান দলে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২২ সেপ্টেম্বর ২০১৮

স্কট স্টাইরিস। নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ার তার। আর এই অলরাউন্ডারের ঝুলিতে আছে অনন্য সব রেকর্ড। ১৮৮টি ওয়ানডেতে মাঠে নেমেছিলেন স্টাইরিস। ব্যাট হাতে চার হাজার ৪৮৩ রানের পাশাপাশি ১৩৭টি উইকেটও শিকার করেছিলেন এই অলরাউন্ডার।

এবার এশিয়া থেকে সর্বকালের সেরা দল নির্বাচন করলেন তিনি। আর সেই দলের সেরা সাতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে ১১ জনের মধ্যে স্টাইরিস টাইগার অলরাউন্ডার সাকিবকে সাত নম্বরে রাখেন।

স্টাইরিসের পছন্দের একাদশে প্রথম সাত ক্রিকেটারের মধ্যে সাকিব ছাড়া আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সাঈদ আনোয়ার, শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা এবং মহেন্দ্র সিং ধোনি।

সূত্র : স্টার স্পোর্টস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি