ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে মেসির ‘লুক’ বদলে উচ্ছ্বসিত ভক্তরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বয়স যেন কমে গেছে এক লহমায়। দাড়ি কাটার পর বার্সেলোনার অনুশীলনে লিওনেল মেসিকে দেখে এটাই বলছেন ভক্তরা।

হ্যাঁ, ‘লুক’ বদলে ফেলেছেন এলএম টেন। কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে একগাল দাড়িতে দেখা গিয়েছিল তাকে। পিএসভির বিরুদ্ধে সেই ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। ইউরোপের সেরা লিগে যা তার অষ্টম হ্যাটট্রিক। বার্সার হয়ে তার হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়াল ৪২! চ্যাম্পিয়ন্স লিগে ১০৪ গোলও করে ফেললেন তিনি। এই লিগে ৩০টি ক্লাবের বিরুদ্ধেও গোল হয়ে গেল তার।

আজ রোববার লা লিগায় জিরোনার বিরুদ্ধে খেলবে বার্সা। দাড়ি কাটার পর এটাই হতে চলেছে মেসির প্রথম ম্যাচ। ২০১৫ সাল থেকে দাড়ি রাখছেন তিনি। সেবারই শেষবার বার্সা ত্রিমুকুট পেয়েছিল। মেসির ভোলবদলে সে জন্যই উচ্ছ্বসিত বার্সা সমর্থকরা। ফের ত্রিমুকুটের স্বপ্ন মেলছে ডালপালা।

সোশ্যাল মিডিয়াতেও জোরদার চর্চা। সবাই একমত যে, দাড়ি কাটার পর মেসিকে দেখাচ্ছে আগের মতোই তরুণ। দাড়ি রাখলে তাকে বয়স্ক দেখাত বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ তো লিখেছেন, মেসির বয়স কমে গেছে ১০ বছর!

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি