ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তোমার মতো স্ত্রী পেয়ে আমি সৌভাগ্যবান: মুশফিক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রোববার ছিল মুশফিকের চতুর্থ বিবাহবার্ষিকী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল কিয়াফাত মন্ডির উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দেন মুশফিক। এই লেখায় প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে।

এতে মুশফিক লিখেছেন-‘সত্যি করে বললে আমি অনেক বেশি ভাগ্যবান যে, তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি প্রিয়তমা। যদিও আমি তোমার জন্যে যথেষ্ট করতে পারিনি। তবে সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা। সবাই হয়তো বলবে তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য হয়েছ, তবে সত্যটা পুরোপুরি উল্টো। আমি অনেক বেশি সৌভাগ্যবান যে,তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি।’  

‘সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ উপহার, আমাদের সন্তান, আমাদের নয়নের মণি মায়ানকে দিয়েছেন। তুমি শুধুমাত্র একজন স্ত্রী নও, তুমি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে কিছু গুছিয়ে নিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। গত কয়েক বছর ধরে, আমার সাথে থাকার জন্যও আমাকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।’   

‘আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আমরা যেন মৃত্যুর পরে জান্নাতেও একসাথেই থাকতে পারি। বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তমা। তুমি জানো আমি তোমাকে কতোটা মিস করছি।’ 

প্রিয় সুইটহার্ট, শুভ বিবাহবার্ষিকী

তুমি জান আমি তোমার অনুপস্থিতি কতটা অনুভব করছি...

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর তারিখেই সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি তারিখে এ দম্পতির কোলজুড়ে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান।  

কেআই/এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি